সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

শেরপুরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি জামায়াতের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে মুখোশ পড়ে মালবাহী দুইটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার (২২নভেম্বর) থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি-জামায়াতের পনের নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অনেক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান অভিযুক্ত উপজেলা গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে খোকন (৩৭), গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর উত্তরপাড়া গ্রামের জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৪৫), উপজেলার খামারকান্দি ইউনিয়নের হাটখোলা গ্রামের স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে খোকা (৪৫), বিশালপুর ইউনিয়নের পানিসারা নতুন পাড়া গ্রামের বিএনপি কর্মী রেজাউল করিম (৪৩) ও সীমাবাড়ি ইউনিয়নের সেন বামুনিয়া গ্রামের বিএনপি কর্মী আলী রেজওয়ান (৬০)।

মামলার তদন্তকারি কর্মকর্তা শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য অভিযুক্তদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা এই প্রসঙ্গে বলেন, গত সোমবার রাতে একটি মাটি ভর্তি ট্রাক বগুড়ার কাহালু থেকে ঢাকায় ও অপরটি জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটে যাচ্ছিল। একপর্যায়ে রাত অনুমান একটার দিকে উপজেলার দশমাইলে পৌঁছালে একদল দুর্বৃত্ত দুইটি মালবাহী ট্রাক থামিয়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত চার লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

Check Also

শেরপুরে দিনব্যাপী বামিহাল সাহিত্য উৎসব

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে বামিহাল সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

Contact Us