–তরিকুল ইসলাম জিহাদ
দেখা করতে আইসো তুমি
ওই যমুনা নদীর পাড়ে,
বলবো তোমায় মনের কথা
নিরালায় বসে নদীর ধারে।
যমুনার ওই কালো জলে
তোমায় দেখবো আমি,
সফল আমি হবো সেদিন
দেখে তোমার ওই মুখ খানি।
ওই বিরাট নদীর ধারে
চারদিকে সুনসান নীরবতার মাঝে,
তোমায় আগলে রাখবো আমি
নিজের সব ভালোবাসা দিয়ে।