শেরপুর নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত ও মুক্তিপ্রাপ্ত ৩৩টি সিনেমা এরই মধ্যে আয় করেছে তিন হাজার কোটি রুপির বেশি। এর মাধ্যমে ইতোপূর্বে বক্স অফিস কালেকশনে এগিয়ে থাকা দীপিকা পাড়ুকোনকে ছাড়িয়ে গেলেন ক্যাটরিনা। এই অর্জনের পর একের পর এক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে স্রোতে গা ভাসাতে রাজি নন এই তারকা। গল্পের ধরন ও চরিত্রের গুরুত্ব বুঝে, সেটি যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন ক্যাটরিনা।
জানা গেছে, এর মধ্যে এক নির্মাতা ক্যাটরিনার স্বামী ভিকি কৌশলের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন তাকে। কিন্তু তাতেও শর্ত জুড়ে দিয়েছেন ক্যাটরিনা। সাফ জানিয়ে দিয়েছেন, যদি ‘উরি’ সিনেমার ‘বিহান শেরগিল’ অথবা ‘টাইগার’ ফ্রাঞ্চাইজির ‘জোয়া’র কথা ভেবে কোনো চিত্রনাট্য লেখা হয়, তা হলে অভিনয়ের কথা ভেবে দেখবেস। নইলে বিপরীতে ভিকি থাকলেও যে কোনো ধরনের কাজের ইচ্ছা নেই তার। খবর বলিউড লাইফ।
ক্যাটরিনা বলেন, ভিকি মেধাবী, যে কোনো চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দক্ষ তিনি। কিন্তু সহশিল্পী বড় তারকা হলেও সার্থকতা নেই। যদি গল্প ও চরিত্র দর্শক মনে ছাপ ফেলার মতো হয়, তাহলেই সেই কাজে সার্থকতা আসে।। তাই ভিকির বিপরীতে দর্শক তখনই আমাকে দেখতে পাবেন, যখন ভালো একটি কাজের প্রস্তাব পাব।