শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাহাদারা মান্নান শিল্পী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দিয়েছেন। এতে করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে ওই সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য সাহাদারা মান্নান ও তার আপন বড় বোনের স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানও মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। অবশ্য তাদের এ সম্পর্ক ছাড়াও পারিবারিক সূত্রে তারা দু’জন চাচাতো জ্যাঠাতো ভাই-বোন। তাদের দু’জনের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের পাতিলাকুড়া গ্রামে। চাকরির সুবাদে ড. সিদ্দিকুর রহমান গত ৩০/৩৫ বছর পূর্বে যুক্তরাষ্ট্রে যান।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, দলীয় সভানেত্রী তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন। তিনি নির্বাচিত হয়ে সোনাতলা-সারিয়াকান্দিবাসির মুখে হাসি ফুটে তুলবেন। দলীয় কোন্দল নিরসন করবেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করে সোনাতলা-সারিয়াকান্দিকে আওয়ামীলীগের ঘাটিতে রূপান্তরিত করবেন।
উল্লেখ্য, শ্যালিকা দুলাভাইয়ের বংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন উত্তোলনের ফলে তাদের পরিবারের মধ্যে মনস্তাস্ত্বিক লড়াই চলছে।