সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ঐশ্বরিয়া-অভিষেকের সংসারে ভাঙনের সুর!

ঐশ্বরিয়া-অভিষেকের সংসারে ভাঙনের সুর!

শেরপুর নিউজ ডেস্ক: অভিষেকের সঙ্গে আপনার কি ছাড়াছাড়ি হয়ে গেছে? বাবার বাড়িতে আর কত দিন থাকবেন? আরাধ্যার নিজের বাড়িতে ফিরবে না? এসব প্রশ্নে ছেয়ে গেছে সাবেক বিশ্বসুন্দরী, বচ্চনদের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সামাজিকমাধ্যমের অ্যাকাউন্টের পাতা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বাবার বাড়িতে আছেন কয়েক দিন ধরে। ইদানীং সামাজিকমাধ্যমে অভিষেককে নিয়ে কোনো ছবি দিচ্ছেন না তিনি। পোস্ট করছেন কেবল নিজের বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি। আরাধ্যার জন্মদিনেও অমিতাভ-জয়ার কাছ থেকে মেলেনি ভার্চুয়াল শুভেচ্ছা।
তারকাদের প্রেম, বিয়ে আর বিচ্ছেদের গুঞ্জনের সঙ্গে বসবাস। তেমনি ২০১৪ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে শোরগোল পড়ে যায় বলিউডে। সেই সময় অভিষেক বচ্চন নিজে টুইট করে গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে আবার শোনা যায় বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন। তখনো খবর সত্যি হয়নি। তবে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে, যা থেকেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়েছে।

কিছু দিন আগে ঐশ্বরিয়ার মৃত বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন গেছে। দিনটিতে আরাধ্যার শৈশবের ছবির সঙ্গে বাবার ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।
তাতে একজন লিখেছেন— সব বুঝলাম, কেবল বুঝতে পারছি না অভিষেকের সঙ্গে সমস্যা কোথায় আপনার?
তিনি আরও লেখেন— আপনি কেন অভিষেকের সঙ্গে ছবি দিচ্ছেন না? আপনার বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি— তাদের সঙ্গে তোলা ছবি পোস্ট করছেন, সেটা আপানার একান্ত ইচ্ছা, কিন্তু স্বামী বা শ্বশুরবাড়ি এড়িয়ে যাচ্ছেন কেন?
এক জন লেখেন— দীপাবলি একাই করলেন, বিচ্ছেদ হয়ে গেছে!
কৃষ্ণরাজ রাই ও আরাধ্যার ছবির নিচে ঐশ্বরিয়াকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্যে উপচে পড়ছে কমেন্ট বক্স।
ঘটনার সূত্রপাত হয়েছিল কিছু দিন আগে প্যারিস ফ্যাশন উইকে। সেখানে ঐশ্বরিয়ার পাশাপাশি শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নাভেলি নন্দা উপস্থিত থাকলেও, একে অপরকে এড়িয়ে যান তারা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে— পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দূরত্ব বেড়েছে বচ্চনদের। চলতি মাসের প্রথম দিন নিজের ৫০তম জন্মবার্ষিকী উদযাপনের যে ছবি পোস্ট করেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী, সেখানে তার পাশে স্বামী অভিষেক বা শ্বশুরবাড়ির কাউকে দেখা যায়নি।

কেবল মেয়ে আরাধ্যা এবং মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের ওই বিশেষ দিনটি উদযাপন করেছিলেন ঐশ্বরিয়া।

এর মধ্যে ১২ নভেম্বর দীপাবলির দিন বচ্চনবাড়ির পূজায় উপস্থিত না থেকে মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা যায় ঐশ্বরিয়াকে।

এর পর ১৬ নভেম্বর আরাধ্যার জন্মদিনে তার বাবা ও মা আলাদা আলাদাভাবে সামাজিকমাধ্যমে যে পোস্ট করেছেন, তাতেও চুপ থেকেছেন অমিতাভ, জয়া, শ্বেতা এবং তার ছেলেমেয়ারা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Check Also

হানিমুনে গেলেন তাহসান-রোজা

শেরপুর নিউজ ডেস্ক: তাহসান রহমান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে নাটকে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =

Contact Us