শেরপুর নিউজ ডেস্ক: বিশেষ কায়দায় পিকআপ এ গাঁজা পরিবহনের সময় বগুড়ায় ইউনুস আলী(৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে সারিয়াকান্দি উপজেলার বলাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইউনুস আলী কুড়িগ্রাম সদর উপজেলার চৌকিদারপাড়া এলাকার মৃত ফরিদ উদ্দিনের ছেলে এবং পিকআপের চালক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপপরিচালক রাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সোয়া ৮ টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজ বলাইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ এর নীচে বিশেষভাবে তৈরী করা চেম্বার থেকে ১৬টি পলি প্যাকেটে মোট ৩৪ কেজি গাঁজাসহ ইউনুস আলীকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক বিক্রির কাজে ব্যবহৃত পিকআপ ট্রাক ও ১টি মোবাইল জব্দ করা হয়েছে।
আসামির বিরুদ্ধে বগুড়ার সারিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।