শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে তিনটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৪নভেম্বর) দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
শহরের শান্তিনগরস্থ স্বপ্ন বাস্তবায়ন সংস্থার কার্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা পাঁচ শতাধিক দরিদ্র নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
স্বপ্ন বাস্তবায়ন সংস্থার প্রধান উপদেষ্টা শাহনাজ পারভীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের প্রফেসর ডা. নরেশ কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক, স্বপ্ন ইয়ুথ ডেভলপমেন্ট অরগানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুমা মরিয়ম প্রমূখ বক্তব্য রাখেন।
বগুড়া ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মজনু মিয়া, বগুড়া বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এসএম তারেক-উর রহমান, গাইনী চিকিৎসক ডা. রাফসানা জাহান রিম্মি ওই চিকিৎসাসেবা প্রদান করেন।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …