সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া বারের নির্বাচনে ‘মুক্তা-জাফর’ প্যানেল বিজয়ী

বগুড়া বারের নির্বাচনে ‘মুক্তা-জাফর’ প্যানেল বিজয়ী

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘মুক্তা-জাফর’ প্যানেল বিজয়ী হয়েছেন। এই প্যানেলের প্রার্থীরা ১৩টি পদের সবকটিতে বিজয়ী হন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত শুক্রবার রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন।
২৪ নভেম্বর শুক্রবাওে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আতাউর রহমান খান মুক্তা পেয়েছেন ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গোলাম ফারুক পেয়েছেন ২৭৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের জহুরুল হক জাফর পেয়েছেন ৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জাকির হোসেন নবাব পেয়েছেন ৩৩৪ ভোট।
নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দু’টি প্যানেল ছাড়াও জাসদ এবং বাসদ সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে আরও একটি প্যানেলের ৮জনসহ মোট ৩৪জন প্রতিদ্ব›দ্বীতা করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত অপর ১১জন হলেনঃ জাহিদুল ইসলাম খান মুন্নু, রিয়াজ উদ্দিন (সহ-সভাপতি), মাফুজার রহমান মাসুদ, হেলাল উদ্দিন প্রামাণিক (যুগ্ম সম্পাদক), মিজানুর রহমান মিজান (লাইব্রেরী ও সমাজ কল্যাণ সম্পাদক), আ.ন.ম বজলুর রশিদ (ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) এবং নির্বাহী কমিটির সদস্য পদে নাসরিন আক্তার জাহান, নূরুল ইসলাম আকন্দ, নাজমুল হোসেন, সাইফুদ্দিন সাইফুল ও জাকারিয়া সরকার ফেরদৌস নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৮৪০ জন ভোটারের মধ্যে ৮১০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Check Also

শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =

Contact Us