সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / পাবনায় মার্কিন নায়িকার সঙ্গে শাকিব খানের শুটিং হবে

পাবনায় মার্কিন নায়িকার সঙ্গে শাকিব খানের শুটিং হবে

শেরপুর নিউজ ডেস্ক: শুরু হতে যাচ্ছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’-এর শুটিং। চলচ্চিত্রটির প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর থেকে পাবনায় ছবিটির শুটিং শুরু হবে।
১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে সেই দিনটিকেই এ সিনেমার শুটিং শুরুর দিন হিসেবে ধার্য করা হয়েছে। আরশাদ বলেন, ‘১০ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। এদিন আমার বাবা মহামান্য রাষ্ট্রতির জন্মদিন। তার প্রতি সম্মান জানিয়ে এই দিনটিকেই আমরা শুটিং শুরুর দিন হিসেবে নির্ধারণ করেছি।’

পরিচালক হিমেল আশরাফ জানান, রাজকুমারের শুটিং শুরু হবে পাবনায়। সেটা আগামী ১০ ডিসেম্বর। শেষ হবে আমেরিকায়। আপাতত শুটিং শুরুর প্রস্তুতি চলছে।

হিমেল বলেন, ‘সম্প্রতি আমেরিকা গিয়েছিলাম। কোর্টনি কফি মোটামুটি বাংলা শিখে নিজেকে প্রস্তুত করেছেন। ঢাকায় আসবেন তিনি। কিন্তু কবে আসবেন তা এখনও চূড়ান্ত নয়। সিনেমায় আরও যারা অভিনয় করবেন, শুটিংয়ের আগে তাদের নাম জানানো হবে।’
পাবনায় মার্কিন নায়িকার সঙ্গে শুটিং হবে শাকিবের
পরীমণির নানাভাই মারা গেছেন
গত বছরের শুরুর দিকে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। এরপর অভিনয় করেন হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায়। পরে অনন্য মামুনের ‘দরদ’ ছবির শুটিংয়ের কাজও শেষ করেছেন শাকিব। এবার রাজকুমার সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

Check Also

হানিমুনে গেলেন তাহসান-রোজা

শেরপুর নিউজ ডেস্ক: তাহসান রহমান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে নাটকে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =

Contact Us