সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: নাশকতা মামলায় বগুড়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) ভোরে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি বগুড়া শহরের নবাববাড়ি এলাকার বাসিন্দা এবং তার নামে ৪১টি মামলা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।

পুলিশের এই কর্মকর্তা জানান, বিএনপির হরতাল অবরোধ চলাকালে গাড়িতে অগ্নি সংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ২৯ অক্টোবর থেকে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। এসব মামলায় জাহাঙ্গীর আলম অন্যতম আসামি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

এদিকে, জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 

Check Also

বগুড়া কারাগারে অসুস্থ সাবেক এমপি রাগেবুল আহসান রিপু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − seven =

Contact Us