শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। শনিবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রওশনের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন তারা। এ সময় ভাবী রওশনের হাতে তার চাওয়া তিনজনের মনোনয়ন ফরম তুলে দেন জিএম কাদের।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ ও পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহী সাদ এরশাদ।
জাপার এক নেতা বষয়টি নিশ্চিত করে বলেন, বেগম রওশন এরশাদ, ছেলে সাদ এরশাদ ও জাতীয় পার্টির নেতা ডা. কে আর ইসলামের জন্য মনোনয়ন ফরম চেয়ে মহাসচিবকে ফোন করেছিলেন রওশন এরশাদ। এই তিনজনের বাইরে কারও ফরম তারা সংগ্রহ করেননি। এবং তাদেরকে দেয়াও হয়নি।