শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবন্দের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বগুড়া জেলা পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম। তিনি বলেন, হরতাল অবরোধে সকল অফিস চলমান আছে। কিন্তু বগুড়ায় পরিবহন সচল স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে তা নিয়ে সার্বিক আলোচনা করেন।
সভায় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, আমাদের মালিক ও শ্রমিকদের কোন দল নেই। আমরা সকালে ঘুম থেকে উঠে আমাদের কর্মে আসি। সে কর্ম অনেক দিন যাবৎ বন্ধ আছে। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
তারা বলেন, এখন পরিবহন সচল স্বাভাবিক রাখেতে যা করনীয় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাতে একমত পোষন করেছেন। সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে। আজ থেকে যাতে পরিবহন স্বাভাবিক চলাচল করতে পারে বগুড়া জেলা পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আপনাদের পরিবহন চালাতে পুলিশ সহযোগিতা করবে।
শ্রমিকনেতা তার বক্তব্যে এক পর্যায়ে বলেন, হরতাল অবরোধ এর যুদ্ধ হচ্ছে পরিবহন এর সাথে। এটা মানা যাবেনা। আগামী ২৭ নভেম্বর বগুড়াসহ ৪ জেলায় নির্বাচনী মতবিনিময় সভা আছে। ঐদিন রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জ ডিআইজি সহ অনেক কর্মকর্তা আসবেন। এ বিষয়ে বিষদ আলোচনা করা হবে।
পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে বগুড়া পুলিশ সুপার বলেন, বিগত সময়ে জালাও পোড়াও আন্দোলনের নেতৃত্বদানকারীকে গত রাত সাড়ে ৩ টায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকারী পুলিশ সুপারের বাস ভবন ও পুলিশ সুপারের অফিসের গেটে ককটেল নিক্ষেপ, ডিসি বাংলো সামনে পরিকল্পনা ও রেজিষ্ট্রি অফিসের সামনে পরিকল্পনার কথা স্বীকার করেছে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি সভাপতি শাহ মো: আখতারুজ্জামান ডিউক, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রশিদ, মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ , টি আই মাহবুব আলম,পরিবহন মালিক নেতা তৌফিক হাসান ময়না,যাদু মিয়া,শফিকুল ইসলাম শফিক,ফজলুল করিম ফজলু, শ্রমিক নেতা ইব্রাহীম হোসেন,সহিদুল ইসলাম সওদাগর,গফুর প্রাং,মানিক মিয়া,পচা মিয়া,জালাল উদ্দিন, শামীম প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি