শেরপুর নিউজ ডেস্ক: বলিউড তারকা সিদ্ধার্থ-কিয়ারা। গত বছরের ৭ ডিসেম্বর জয়সলমেরে গাঁটছড়া বাঁধেন তারা। এই তারকাজুটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যায়, নাচতে নাচতেই সিদ্ধার্থের দিকে এগিয়ে যাচ্ছেন কিয়ারা। পরে বরমালা পরিয়ে কাছে টেনে নেন ভালোবাসার মানুষকে।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের মুহূর্তের এমন ভিডিও সামাজিক যোগাযোগমে প্রকাশের পরই বেশ ছড়িয়ে পড়েছে। তা দেখে বেশ মুগ্ধ হয়েছে নেটিজেনরা। ভিডিওর মন্তব্যে ঘরে এসেছে অনেক শুভেচ্ছাবাণী। সম্প্রতি ভিডিওটি নিয়ে কথা বলেছেন সিদ্ধার্থ। জানিয়েছেন, তিনি নাকি কখনো চাননি তাদের বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসুক।
‘কফি উইথ করণ’-এ ভিডিওটির বিষয়ে সিদ্ধার্থ বলেন, ‘বিষয়টা মোটেও পরিকল্পিত ছিল না। আমি বিয়ের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার বিরুদ্ধে ছিলাম। এ বিষয়ে মণীশ ও কিয়ারাকেই কৃতিত্ব দেওয়া ভালো। তারাই এটি বের করেছেন। আমার মনে হয়েছিল—এটা পোস্ট করলে অনেকে ভাববে এটা জোর করে করা হয়েছে।’
উল্লেখ্য, জয়সলমেরে বিয়ের পর এই তারকা দম্পতি সেখান থেকে পৌঁছান দিল্লিতে। ৯ ডিসেম্বর সেখানেই হয়েছিল তাদের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। পরে ১২ ডিসেম্বর হয় সিদ্ধার্থ-কিয়ারার মুম্বাইয়ের সংবর্ধনা। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের অনেক তারকা।