সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / বিশ্বজুড়ে গুপ্তহত্যায় লিপ্ত হতে পারে মোসাদ!

বিশ্বজুড়ে গুপ্তহত্যায় লিপ্ত হতে পারে মোসাদ!

শেরপুর নিউজ ডেস্ক: হামাসের সঙ্গে ‍যুদ্ধবিরতি চুক্তি করলেও শিগগিরই তাদের নিশ্চিহ্ন করার মিশনে নামবে ইসরায়েল। এমনকি বিশ্বের যেখানেই থাকুক না কেন, হামাসের শীর্ষ নেতাদের নজরদারিতে রাখবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। বৃহস্পতিবার তেল আবিবে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনের অপর রাজনৈতিক দল ফাত্তাহকে বিতাড়িত করে ২০০৭ সাল থেকে গাজা শাসন করছে হামাস। তবে হামাসের প্রথম সারির প্রায় সব নেতা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে থাকেন। আর দ্বিতীয় সারির অধিকাংশ নেতা লেবাননে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, হামাস নেতারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে মোসাদ। স্থানীয় সময় বৃহস্পতিবার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে কথা বলার সময় এ সতর্কবার্তা দেন তিনি। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের অর্থ হচ্ছে- বিশ্বজুড়ে গুপ্তহত্যার শিকার হতে পারেন হামাসের শীর্ষ নেতারা।

এমনিতেই এসপিওনাজ জগতের সবচেয়ে ভয়ঙ্কর সংস্থা হিসেবে পরিচিতি রয়েছে ইসরায়েলের মোসাদের। গঠিত হওয়ার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে দুর্র্ধষ সব অভিযান চালিয়ে সবার ভয় আদায় করে নেয় মোসাদ। এ ছাড়া গুপ্তহত্যার জন্য বিশেষ কুখ্যাতি রয়েছে সংস্থাটির। প্রায়ই ইসরায়েলের স্বার্থবিরুদ্ধ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা মোসাদের হাতে নিহত হওয়ার ঘটনা ঘটে। নেতানিয়াহুর ওই বক্তব্যের পর হামাসের শীর্ষ পর্যায়ের নেতারাও এখন মোসাদের হিট লিস্টে থাকবেন- এমনটিই অনুমান করছেন সংশ্লিষ্টরা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় ‍নিয়ে আসে হামাস। এরপর থেকে হামাসকে নিশ্চিহ্নের নামে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

তবে শুক্রবার কাতারের মধ্যস্থতায় গাজায় হামাস ও ইসরায়েলের চার দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মি ২৫ জনকে মুক্তি দেয় হামাস।

Check Also

ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

Contact Us