সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি

ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি

শেরপুর নিউজ ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের আমন্ত্রণে ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আন্তর্জাতিক একটি সেমিনারে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। ভারত সফর শেষে প্রধান বিচারপতি আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ বিমান বিজি-৩৯৮ এর বিশেষ ফ্লাইটে বিকালে দেশে ফেরার কথা রয়েছে।

ভারত সফরে তার সঙ্গী হয়েছেন প্রধান বিচারপতির স্ত্রীসহ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

সকালে বিমানবন্দরে প্রধান বিচারপতিকে বিদায় জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. মশিয়ার রহমান এবং প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো. আরিফুর রহমানসহ অন্যারা।

Check Also

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

Contact Us