শেরপুর নিউজ ডেস্ক: দুর্দশা কাটছেই না জিম্বাবুয়ের। একের পর এক হেরেই চলছে তারা। নামিবিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে তারা শুরু করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এখানেও পরাজয় পিছু ছাড়ছে না সিকান্দার রাজার দলকে। প্রথম ম্যাচে তানজানিয়াকে বড় ব্যবধানে হারালেও দ্বিতীয় ম্যাচে এসে উগান্ডার কাছে হেরে গেলো জিম্বাবুইয়ানরা।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকান অঞ্চলের বাছাই পর্ব চলছে নামিবিয়ায়। দেশটির ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঠে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে ৫ উইকেটের ব্যবধানে। এই পরাজয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা অনেকটাই কঠিন হয়ে গেলো জিম্বাবুয়ের জন্য।
প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা। আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে উগান্ডার এটা প্রথম জয়। শুধু তাই নয়, আইসিসির কোনো পূর্ণ সদস্যের বিপক্ষে এটা ছিল তাদের প্রথম কোনো ম্যাচও।
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় উগান্ডা। অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে ৩৯ বলে ৪৮ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান।
২৩ বলে ২৩ রান করেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। ২৪ বলে ২১ রান করেন শন উইলিয়ামস। ১৩ রান করেন রায়ান বার্ল। উগান্ডার হয়ে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন দিনেশ নাকরানি। ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন হেনরি সেনিওন্দো।
জবাব দিতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় উগান্ডা। ১২ রানে ফিরে যান দুই ওপেনার। তবে ওয়ানডাউনে নামা রজার মুকাসা, চার নম্বরে নামা আলফেস রামজানি এবং ৫ নম্বরে নামা রিয়াজাত আলি শাহ-এর ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে উগান্ডা। ২৬ বলে ৪০ রান করেন আলফেস রামজানি। ২৮ বলে ৪২ রান করেন রিয়াজাত আলি শাহ।