শেরপুর নিউজ ডেস্ক: সরকার পতনের একদফা দাবিতে মঙ্গলবার বিরতি দিয়ে আগামী বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে বিএনপি।
আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ এবং একই দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার (২৭ নভেম্বর) বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সবশেষ রোববার (২৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে সপ্তম দফায় দেশব্যাপী শুরু হয় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। এর আওতায় আজ সোমবারও সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করে দলটি। ফলে সকাল থেকেই রাজধানীতে যানবাহন চলাচল কম ছিল। অবশ্য বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়তে থাকে বিভিন্ন সড়কে।