শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সাত আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা) মোঃ গোলাম মোস্তফা বাবু মন্ডল, বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা) শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ (আদমদিঘী ও দুপচাঁচিয়া উপজেলা) এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা) শাহীন মোস্তফা কামাল ফারুক, বগুড়া-৫ (শেরপুর উপজেলা) মোঃ ওমর ফারুক, বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা) আজিজ আহমেদ রুবেল এবং বগুড়া-৭ (গাবতলি ও শাজাহানপুর উপজেলা) আসনে আমিনুল ইসলাম সরকার পিন্টু।