সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর

ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর

শেরপুর নিউজ ডেস্ক: ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আসন্ন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বাংলাদেশের রাজধানীতে আসবেন তিনি।
২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে শুরু হবে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। সংবাদমাধ্যমকে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা। তার সঙ্গে বিচারক থাকবেন আরও চারজন। তারা হলেন—রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার।

ঢাকা উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে জায়গা পাওয়া সিনেমাগুলো থেকে সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও চিত্র গ্রাহক নির্বাচন করবেন বিচারকরা।

চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল সংবাদমাধ্যমকে বলেন, ‘২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। এশিয়ান কম্পিটিশন বিভাগে জমা পড়া সিনেমাগুলো দেখে বিচারক হিসেবে তার রায় জানাবেন।’

এ ছাড়াও এবারের উৎসবে চলচ্চিত্র নির্মাণের মাস্টারক্লাস নিতে আসবেন ইরানের পরিচালক মাজিদ মাজিদিও। আরও দুটি মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের চলচ্চিত্র বিশেষজ্ঞ শি চুয়ান। উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৯২ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। ২২তম আসরে থাকছে ৭৫টি দেশের ২৫০টির বেশি সিনেমা।

Check Also

হানিমুনে গেলেন তাহসান-রোজা

শেরপুর নিউজ ডেস্ক: তাহসান রহমান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে নাটকে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fifteen =

Contact Us