শেরপুর নিউজ ডেস্ক: নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসীরা ১৪৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছে। সে হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮৩৩ ডলার।
গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা গেছে, এ সময়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার; কৃষি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার; বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।