শেরপুর নিউজ: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ ( শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, আমি দীর্ঘদিন যাবত এলাকায় রাজনীতি করে আসছি। এলাকার মানুষের সুখে দু:খে থেকেছি। দল আমার উপর বিশ^াস রেখে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন। আমি নির্বাচিত হলে আগামীতে শেরপুর-ধুনটকে সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকমুক্ত করে গড়ে তুলবো। সেই সাথে দলমত নির্বিশেষে এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শেরপুর বাসষ্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপযুক্ত কথা বলেন।
শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ শাহজামাল সিরাজী, সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারন সম্পাদক গোলাম হোসেন, যুগ্ম সম্পাদক জহুরুর ইসলাম জহু, সাহেদুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক মানিক শেখ প্রমুখ।
এর আগে ঢাকা থেকে শেরপুরে ফেরার পথে মহাসড়কের মির্জাপুর বাজারে, ছোনকা বাজারে, ঘোগা বটতলায় এবং সীমাবাড়ী বাজারে তাকে গণসংবর্ধণা দেয়া হয়। তাকে সংবর্ধনা দিতে কয়েকশ মোটর সাইকেলের শোভাযাত্রা ও বহর বের হয়।