ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় কোনভাবেই থামানো যাচ্ছে না ফসলি জমির মাটি কাটার মহোৎসব। আইন অমান্য করে একটি চক্র অবৈধভাবে তিন ফসলি জমি থেকে অবাধে মাটি কেটে বিক্রি করলেও কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের।
উপজেলার মরিচতলা গ্রামে গিয়ে দেখা যায় এস্কেভেটর দিয়ে কৃষক বিল্টু মিয়ার ফসলি জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে হেলাল উদ্দিন নামে এক মাটি ব্যবসায়ী। উপজেলার অন্যান্য গ্রামেও একই চিত্র। ফসলি জমির এসব মাটির বেশিরভাগ ব্যবহৃত হচ্ছে ইটভাটায়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ফসলি জমির টপসয়েল কেটে ট্রাক দিয়ে ভাটায় ইট প্রস্তুতের জন্য মাটি জমা করা হচ্ছে। একই ভাবে মাটি কেটে ব্যবহার করা হচ্ছে বাড়ি নির্মাণ, ডোবা ভরাট, রাস্ত সংস্কার, রাস্ত নির্মাণ, বিভিন্ন স্থাপনা নির্মাণসহ বিভিন্ন কাজে। অনেকে আবার অনুমতি ছাড়াই পুকুর কাটার কথা বলে মাটি বিক্রি করে দিচ্ছেন।
মাটি ব্যবসায়ীরা এক শ্রেণির দালাল দিয়ে সাধারণ কৃষককে লোভে ফেলে ফসলি জমির মাটি বিক্রিতে উৎসাহিত করছেন। আর কৃষকরা লোভে পড়ে নগদ টাকার আশায় ফসলি জমির মাটি বিক্রি করে দেন। ৮-১০ ফুট গভীর করে মাটি কাটার ফলে অনেক জমিই ডোবায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিমত, প্রতিবছর শত একর ফসলি জমির মাটি কাটা হচ্ছে। যার কারণে দিন দিন আবাদী জমির পরিমাণ হ্রাস পাচ্ছে। ফলে কৃষি উৎপাদন ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়ছে।
এলাকাবাসী জানায়, স্থানীয় প্রশাসন জেল জরিমানা করার পর কিছুদিন বিরতি দিয়ে আবার পুরোদমে মাটি কাটার কাজ শুরু করেন মাটি ব্যবসায়ীরা। আবার অনেক মাটি ব্যবসায়ী কৌশল পরিবর্তন করে দিনের বদলে রাতের বেলায় মাটি কেটে সাবাড় করছেন। তাদের অভিযোগ গ্রামীণ পাকা সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মাটির ট্রাক চলাচলের কারণে সড়ক নির্মাণের দুই এক বছরের মধ্যে তা ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
ধুনট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমিন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটা বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এ ব্যাপারে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।