সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / মনোনয়নপত্র তুললেন ট্রান্সজেন্ডার উর্মি

মনোনয়নপত্র তুললেন ট্রান্সজেন্ডার উর্মি

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র তুলেছেন ট্রান্সজেন্ডার নারী উর্মি। গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গত ১৯ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে মনোনয়নপত্র তুলেছেন বলে জানিয়েছেন উর্মি৷

তিনি গাজীপুর সদর উপজেলার পূবাইল বাড়ইবাড়ি এলাকার ফাইজ উদ্দিনের সন্তান। আট ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। ১৯৯৮ সালে সালে এসএসসি পরীক্ষা দিলেও তিনি অকৃতকার্য হন। পরে এলাকায় একটি বিউটি পার্লার চালাতেন।

উর্মি সাংবাদিকদের বলেন, “দলের চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে আমাকে জনগণের পাশে পাওয়া যাবে। তিনি বলেন, বুধবার আমি মনোনয়নপত্র জমা দেবো। এখন আমি কাগজপত্র ঠিক করছি। আশা করছি, মানুষ আমাকে ভোট দিয়ে সব সময় তাদের পাশে থাকার সুযোগ দেবে।

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করবে। এই জোটে ছয়টি দল রয়েছে। বিএসপির নির্বাচনি প্রতীক একতারা।

বিএসপি মুখপাত্র আজমাইন আশরাফ বলেন, ‘গাজীপুর-৫ আসন থেকে আমাদের দলের হয়ে চারজন মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্য থেকে আমরা তৃতীয় লিঙ্গের উর্মিকে শক্তিশালী ও যোগ্য প্রার্থী বিবেচনায় নমিনেশন দিয়েছি। তিনি লিবারেল ইসলামিক জোটের প্রার্থী হিসেবে সেখান থেকে নির্বাচন করবেন।’

গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান।

Check Also

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইইউ

শেরপুর নিউজ ডেস্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =

Contact Us