শেরপুর নিউজ ডেস্ক: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, ‘আমরা প্রতিবছর কতজন কর্মী বিদেশে পাঠাই বা ঐতিহাসিকভাবে কতজন কর্মী পাঠিয়েছি, সেই তথ্য আমাদের কাছে আছে। কিন্তু প্রতিবছর কতজন কর্মী ফেরত এসেছেন সেই তথ্য নেই। প্রথমবারের মতো সেই তথ্যভাণ্ডার তৈরি করতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
’ গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনার কারণে বিদেশফেরত কর্মীদের জন্য প্রকল্পের কার্যক্রম ও সুযোগ-সুবিধা অবহিতকরণ’ শীর্ষক এক মতবিনিময়সভায় এসব কথা বলেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি বলেন, ‘রেইন্ট্রিগেশন অব রিটার্নিং মাইগ্রেন্টস—রেইজ প্রকল্পের অধীনে আমরা এই তথ্যভাণ্ডার তৈরি করব, যাতে পরে তাঁরা সরকারের সামাজিক নিরাপত্তার বলয়ের ভেতরে সহজে আসতে পারেন।’