শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। তাঁদের সহযোগিতায় বিমানবন্দরে হেল্পডেস্ক খোলা হবে। আগামী ১৫ ডিসেম্বরের পর তাঁদের তালিকা চূড়ান্ত করা হবে।
গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে সভায় নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা, আবাসনসেবাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। যেসব বিদেশি নিজেদের খরচে আসবেন, তাঁদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন এবং আমন্ত্রিতদের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।
বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে কত সংখ্যক বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক ও আমন্ত্রিত অতিথি আসছেন, তা চূড়ান্ত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। এই বিদেশিদের নিরাপত্তার পাশাপাশি যাঁরা নিজ খরচে আসবেন, তাঁরা কোন হোটেলে থাকবেন, কোন এলাকায় পর্যবেক্ষণে যাবেন—সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা করা হয়েছে।
সভায় বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।
ইসি সচিব বলেন, এই সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের যে বৈদেশিক পর্যবেক্ষক নীতিমালা আছে, তা অনুসরণ করে যাঁরা নিজ খরচে পর্যবেক্ষণ করতে চান, তাঁদের আগমন এবং ইসি থেকে আমন্ত্রিত অতিথিদের একটি নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। বিদেশিদের জন্য বিমানবন্দরে একটি হেল্পডেস্ক স্থাপন করা হবে, যাতে সহজেই ইমিগ্রেশন সম্পন্ন করে নির্ধারিত হোটেলে যেতে পারেন অতিথিরা। সংশ্লিষ্ট হোটেলগুলোতেও নির্বাচনসংক্রান্ত তথ্যের জন্য হেল্পডেস্ক থাকবে।
সভায় হোটেলগুলোর নাম চূড়ান্ত হয়েছে। হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবার বিষয়টি আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম জানান, এরই মধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছেন। আর ৩৮টি দেশ ও চারটি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কতজন আসবেন, কোন ক্যাটাগরির আসবেন, সেটা চূড়ান্ত হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি চূড়ান্ত করা হবে।