সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শিবগঞ্জে সুদের টাকা না পেয়ে বাড়ির আসবাব পত্র লুটপাটের অভিযোগ

শিবগঞ্জে সুদের টাকা না পেয়ে বাড়ির আসবাব পত্র লুটপাটের অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সুদের টাকা না পেয়ে এক ব্যক্তির বাড়ির আসবাবপত্র লুটপাটের অভিযোগ উঠেছে এক সুদ কারবারির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বিকালে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। গত মঙ্গলবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুকিবাজিতপুর (গোকুলপুর) গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মাছুম শেখ(২৮)। তিনি শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুকিবাজিতপুর (গোকুলপুর) গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মাস পূর্বে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুকিবাজিতপুর (গোকুলপুর) গ্রামের বাসিন্দা এনামুলের নিকট থেকে ২০ হাজার টাকা সুদের ওপর গ্রহণ করেন মাছুম শেখ। উক্ত টাকা ধীরে ধীরে পরিশোধও করেন তিনি। পরে আরও ২৪ হাজার টাকার দাবি করেন এনামুল। এক পর্যায়ে আলোচনা সাপেক্ষে এক মাস সময় চেয়ে ৫ হাজার টাকা দিতে রাজি হন মাছুম শেখ। তাৎক্ষণিকভাবে রাজি হইলেও পরে ২৪ হাজার টাকা দাবি করে মঙ্গলবার বিকাল ৩ টার দিকে মাছুম শেখের বাড়িতে হামলা করেন এনামুল। এসময় বাড়ির আসবাবপত্র (একটি ওয়াল্টন ফ্রিজ, খাট, বাক্স, সুকেজ, আলনা, ডেসিংটেবিল, টিউবওয়েল, ২০টি সিমেন্টের খুটি, গ্যাসের চুলা ও ঘরের চাল) সহ বিভিন্ন জিনিসপত্র নিজ বাড়িতে নিয়ে যায় এনামুল। টাকা দিলে মালামাল ফেরত দেবে বলে জানিয়েছেন।
অভিযুক্ত এনামুল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, তদন্ত সাপেক্ষে আইনত পদক্ষেপ নেওয়া হবে।

Check Also

শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =

Contact Us