সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় বিএনপির সাবেক তিন নেতাসহ ১৩ জনের মনোনয়ন পত্র দাখিল

বগুড়ায় বিএনপির সাবেক তিন নেতাসহ ১৩ জনের মনোনয়ন পত্র দাখিল

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়ার সাতটি আসনে বিএনপির সাবেক তিন নেতা সহ মোট ১৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। দাখিলকৃত ১৩টির মধ্যে দুই সংসদ সদস্যও রয়েছেন। বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।
বুধবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মোট ৫ প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- বগুড়া-২ আসনের বিএনএফ’র বরকত উল্লাহ, বগুড়া-৩ আসনের তৃণমূল বিএনপি’র আব্দুল মোত্তালিব, বগুড়া-৪ আসনের বর্তমান সংসদ সদস্য জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৭ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল।

এছাড়া, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন দাখিল করেছেন ৮ জন প্রার্থী। তারা হলেন- বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মেহেরুল আলম মিশু ও আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা ও জাকের পার্টির আব্দুর রশিদ, বগুড়া-৩ আসনের বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজউদ্দীন মণ্ডল, বগুড়া-২ আসনে জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম এবং বগুড়া – ৫ আসনের জাকের পার্টির মাছুম রানা ও জাসদ(ইনু) রাসেল মাহমুদ।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, জেলায় সাতটি আসনে মোট ৯২ জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন। এদের মধ্যে এখন পর্যন্ত ১৩জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Check Also

শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =

Contact Us