শেরপুর নিউজ ডেস্ক: এবার ডিপ ফেক ভিডিওর কবলে পড়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি ছড়িয়ে পড়া ‘আপত্তিকর’ একটি ভিডিওতে দেখা গেছে এই অভিনেত্রীর মুখ। ওয়েবসাইটগুলোর দাবি, এসব ভিডিও এআই-এর সাহায্যে পরিবর্তন করা হয়। এই টুল ব্যবহার করে অন্য কারও মুখ ভিডিওতে যুক্ত করা যায়। এতে বিভ্রান্তি তৈরি হয়। নেটিজেনদের অনেকে ওগুলোকে সত্যিকারের ভিডিও মনে করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ডিপ ফেক ভিডিওতে আলিয়া ভাটকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পরনে দেখা যায় ব্লু রঙের ফ্লোরা কো-অর্ড শর্ট ড্রেস। ভিডিওটি নিয়ে চর্চা চলছে অন্তর্জালে। খবর আনন্দবাজার।
ভারতীয় চিত্রনায়িকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েই চলেছে ‘ডিপ ফেক’ ভিডিও। এ ধরনের ভিডিও প্রকাশ দিন দিন বাড়ছে। কিছুদিন আগে দক্ষিণী চলচ্চিত্রের নায়িকা রাশমিকা মান্দানার ডিপ ফেক ভিডিও ভাইরাল হয়। এরপর সামনে আসে ক্যাটরিনা কাইফের ডিপ ফেক ভিডিও। এসব নিয়েও হইচই হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বলিউড অভিনেত্রী কাজলের ডিপ ফেক ভিডিও। সেটি নিয়েও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে চলেছে তোলপাড়। কাজল পোশাক পরিবর্তন করছেন—এমন ডিপ ফেক ভিডিও নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা। যদিও ভিডিওটি মোটেই কাজলের ছিল না, বরং সেটি ছিল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। ওই ভিডিওটিতেও কাজলের মুখ বসানো হয়েছে।