শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মো. সোহেল সোরোয়ার। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুর রহমান। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।