সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ছাত্রদলের সাবেক সভাপতি খোকন ২ দিনের রিমান্ডে

ছাত্রদলের সাবেক সভাপতি খোকন ২ দিনের রিমান্ডে

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা নাশকতার মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মো. সোহেল সোরোয়ার। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুর রহমান। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

Check Also

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইইউ

শেরপুর নিউজ ডেস্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =

Contact Us