সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / বগুড়া-৪ আসনে হিরো আলম মনোনয়ন জমা দিবেন

বগুড়া-৪ আসনে হিরো আলম মনোনয়ন জমা দিবেন

শেরপুর নিউজ ডেস্ক: আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তিনি ইতিমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিবেন।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী লিমন শেখ আজ বুধবার ৭ টায় এতথ্য নিশ্চিত করেছেন।

লিমন শেখ জানান, ‘হিরো আলম বুধবার রাতে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা করবেন। কোনো দলের প্রার্থী হচ্ছেন কি না? এমন প্রশ্নের জবাবে লিমন বলেন, দলের প্রার্থী হলে হিরো আলম নিজেই ঘোষণা দেবেন।

এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। ২০২২ সালে বিএনপি থেকে নির্বাচিত দুইজন সংসদ সদস্য পদত্যাগ করায় উপনির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম।

Check Also

নন্দীগ্রামে চালককে মারপিট করে ইজিবাইক ছিনতাই

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে চালকের হাত-পা ও মুখ বেঁধে মারপিট করে জমির মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Contact Us