Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়া-৪ আসনে মনোনয়ন জমা দিলেন হিরো আলম

বগুড়া-৪ আসনে মনোনয়ন জমা দিলেন হিরো আলম

শেরপুর নিউজ ডেস্ক: কাহালু- ৪ ( কাহালু ও নন্দীগ্রাম) আসনে সুপ্রিম পার্টি থেকে মনোনয়ন পত্র সরিয়ে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়ন জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলমের (হিরো আলম)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল পৌণে চারটার দিকে জেলা প্রশাসক ও রিটার্টিং অফিসার মো: সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়ন পত্র জমা দেন।

এর আগের দিন, বগুড়া -৪ আসনে সুপ্রিম পার্টির থেকে মনোনয়ন তুলেছিলেন হিরো আলম।

তবে হিরো আলম বলেন, ‘ সুপ্রিম পার্টি দলের নাম দিয়ে ভুল করে মনোনয়ন তুলেছিল। পরে সেখান থেকে নাম সরিয়ে বাংলাদেশ কংগ্রেস দল থেকে মনোনয়ন দাখিল করেছি। এই দলে এবার আমার মার্কা ডাব।’

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি। ওইসব নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম। তিনি বলেছিলেন ‘এই সরকারের অধীনে আর নির্বাচন করবো না।

Check Also

বগুড়ায় সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =

Contact Us