মো: ফরহাদ হোসন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী নির্বাচনী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুর রহমানের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, এম পি পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছাদত হোসেন, সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলী হোসেন।
সাহাদারা মান্নান শিল্পী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সহধর্মিনী। ২০২০ সালে আব্দুল মান্নান মারা গেলে উপ-নির্বাচনে তার স্ত্রী সাহাদারা মান্নান শিল্পী নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন।