শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বগুড়া-৫ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা সানজিদা সুলতানার নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সঙ্গে ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আপেল, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব শাহজামাল সিরাজী, স.ম হাফিজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি সারোওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী ।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।