শেরপুর নিউজ ডেস্ক: বছরের বিগত মাসগুলোর পরিসংখ্যান দেখে ২০২৩ সাল শেষ হওয়ার আগেইেএ বছরটিকে সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার অনুমান করেছিলেন বিজ্ঞানীরা। এবার বছর শেষ হওয়ার এক মাস আগেই জলবায়ু সম্মেলন কপ-২৮ এ বিশ্ব আবহাওয়া সংস্থা চলতি বছরকে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর বলে ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কপ-২৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জলবায়ু সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ মন্তব্য করেন। খবর ব্লুমবার্গের।
তিনি বলেন, ‘বৈশ্বিক এ উষ্ণায়ন বিশ্বনেতাদের শিরদাঁড়ায় কাঁপন ধরিয়ে দেয়ার মত অবস্থা। আমরা বৈশ্বিক জলবায়ু ভেঙে পড়ার বাস্তব চিত্র চোখের সামনে দেখতে পাচ্ছি।’
প্রসঙ্গত, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এর গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট ২০২৩ অনুসারে, চলতি বছরের প্রথম ১০ মাসে বিশ্বব্যাপী তাপমাত্রা ছিল গড়ে প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। রেকর্ডটি একমাস বাকি থাকা সত্ত্বেও বছরটিকে সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করার জন্য যথেষ্ট। এমনকি বিষয়টি কপ-২৮ সম্মেলনের আলোচকদের জন্যেও কঠোর সতর্কতা বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, এবছর কপ-২৮ সম্মেলনে বৈশ্বিক প্রায় ৭ হাজার নেতা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আমিরাতের সুলতান আল-জাবের বলেছেন, এই সম্মেলন হতে হবে প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে ১০ হাজার কোটি ডলারের তহবিল সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও পূরণ হওয়া চাই।