শেরপুর নিউজ ডেস্ক: আনন্দ-উৎসব, কবিতা আর কবিদের শোভাযাত্রায় নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলন। আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উদ্বোধনী বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত ও বাংলাদেশের কবিরা নৃত্যের তালে তালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় কবিরা বিশ্বের শান্তি কামনা করে কবিতা পড়েন। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।
সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কবি সুদীপ কুমার চক্তবর্ত্তী বিপিএম পিপিএম, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, প্রশিকা’র চেয়ারম্যান রোকেয়া ইসলাম।
বক্তব্য রাখেন কবি-সাংবাদিক আসলাম সানী, কবি কামরুল বাহার আরিফ, জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শোয়েব শাহরিয়ার ও ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেন, আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবক’টি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছেন কবি-সাহিত্যিকরা। তারা তাদের লেখনি দিয়ে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের লড়াই করার শক্তি ও প্রেরণা দিয়েছেন।
তাই কবি-সাহিত্যিকদের ঋণ বাঙালি কখনো শোধ করতে পারবে না। তিনি আরও বলেন, আজকের দিনে ভালো মানুষ হওয়া খুব কঠিন, তারচে’ বেশি কঠিন একজন অসাম্প্রদায়িক মানুষ হওয়া। আর এই অসাম্প্রদায়িক মানুষ গড়তেও কবি-সাহিত্যিকদের ভূমিকা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বগুড়ায় বহুদিন থেকে এই কবি সম্মেলন হয়ে আসছে। কবিরা বগুড়ার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের জন্য বিশাল একটি শক্তি। তার সাথে এই কবি সম্মেলন বিশেষ মাত্রা যুগিয়ে আরেকটি শক্তিতে পরিণত হয়েছে। কবিরা একটি সময় গিয়ে আর কবি থাকেন না। তারা শৈল্পিক বুদ্ধিজীবীতে পরিণত হয়ে যায়। তিনি আরও বলেন, যে কোন দেশের সাধারণ মানুষই অসাধারণ, কিন্তু রাজনীতি প্রশ্নবিদ্ধ।
আমরা এখন লড়াই করছি কবি-সাহিত্যিকদের ক্ষমতায়নের। তার মানে এই নয় যে, তাদের আমরা জনপ্রতিনিধি বানিয়ে ক্ষমতায় দেখতে চাই। কবি-সাহিত্যিকদের ক্ষমতায়ন মানে তাদের দর্শনের ক্ষমতায়ন। আমরা দর্শনের গণতন্ত্র চাই। এমন কোন জনপ্রতিনিধি আমরা চাই না, যিনি এলে রবীন্দ্র, নজরুল হবে নির্বাসিত, লালন হবে দ্বি-খন্ডিত, সিনেমা হলে- উদীচীর মঞ্চে চলবে সিরিজ বোমার উৎসব। বাংলাদেশের সকল কবি-শিল্পী-সাহিত্যিকদের একত্রিত করতে আমরা গণ আন্দোলনের শিল্প রচনা করেছি।
লিয়াকত আলী লাকী আরও বলেন, আজ দেশে অরাজকতা চলছে। রবীন্দ্রনাথ বলে গেছেন, সাদা হলে বা ইউরোপ আমেরিকা হলেই যে তারা ফেরেশতা হবেন তা নয়। দেশ আমার, স্বপ্ন আমার, শিল্প-সংস্কৃতি আমার- তাই সিদ্ধান্তও আমাকেই নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, কবি সম্মেলন একটি ব্যতিক্রমী উৎসব। যান্ত্রিকতার জীবন থেকে যারা নির্বাসিত হয়ে ভিন্ন কিছু করে তারাই কবি-সাহিত্যিক। আমরা এখন ক্রান্তিলগ্ন পার করছি। এই সময় কবি-সাহিত্যিকরা তাদের লেখনীর মাধ্যমে আমাদের পথ দেখাবেন।
দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক বলেন, যারা কবিতা-সাহিত্য চর্চা নিয়ে থাকে, তাদের মন অন্যরকম থাকে। তারা সমাজের জন্য, দেশের জন্য সব সময় ভালো কিছু করেন। মানবিক মূল্যবোধ বিকশিত করে।
আলোচনা শেষে কবি মুহম্মদ শহীদুল্লাহ, নাসির সিরাজী এবং এম রহমান সাগরের বই এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া অংশগ্রহণ কবিদের হাতে বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’, সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্তদের জীবন ও কর্ম নিয়ে ‘পুণ্ডনগর’ নামে একটি স্যুভেনির, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’ তুলে দেয়া হয়। প্রথম পর্বে সঞ্চালনা করেন নাট্যকর্মী অলোক কুমার পাল।
দুই দিনে ১৬টি পর্বে কবিরা অংশগ্রহণ করবেন কবিতা পাঠ, আড্ডা, সেমিনার এবং বিষয়ভিত্তিক আলোচনায়।
কবি সম্মেলনে প্রতিবছরের মতো এছরও স্ব স্ব ক্ষেত্রে অবদানের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৩’ প্রদান করা হবে কাল শনিবার।
বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানান, এবারের সম্মেলন কবিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতীয় বেশ কিছু কবি এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।