সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / আবারও ‘আগুন’ সিনেমার শুটিং শুরু হচ্ছে

আবারও ‘আগুন’ সিনেমার শুটিং শুরু হচ্ছে

শেরপুর নিউজ ডেস্ক: করোনার আগেই ‘আগুন’ ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক বদিউল আলম খোকন। শাকিব খান ও জাহারা মিতু অভিনীত এই সিনেমার ৮০ শতাংশ কাজ তখনই শেষ হয়েছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে আর শুটিং করতে পারেননি নির্মাতা। এরপর পেরিয়ে গেছে চার বছর।
আবারও ‘আগুন’ চলচ্চিত্রের শুটিং শুরুর প্রস্তুতি নিয়েছেন পরিচালক খোকন। সব ঠিক থাকলে ২২ ডিসেম্বর থেকে তিনি ছবির বাকি অংশের শুটিং শুরু করবেন।
খোকন বলেন, “সামনের সপ্তাহ থেকে ‘রাজকুমার’ ছবির শুটিং করবেন শাকিব খান। ২২ ডিসেম্বর থেকে আমার শিডিউল দেবেন। তখন আমি বাকি থাকা দুটি গান ও অন্যান্য দৃশ্যের শুটিং করব। সব ঠিক থাকলে আগামী বছর কোনো উৎসবে ছবিটি মুক্তি দেব।”
এর আগে জানা যায়, আগুন সিনেমায় নামভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। তার বিপরীতে অভিনয় করা চিত্রনায়িকা জাহারা মিতু ফুটিয়ে তুলবেন ‘সুইটি’ চরিত্র। ২০১৯ সালের আগস্টে শুরু হয় আগুন সিনেমার কাজ। সে বছরই শেষ হয় দ্বিতীয় লটের শুটিং।
ছবিতে শাকিব খান, জাহারা মিতু ছাড়াও অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

Check Also

দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব: কনকচাঁপা

শেরপুর নিউজ ডেস্ক: কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা আবারও রাজনীতিতে সরব হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 2 =

Contact Us