সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

শেরপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ওই ব্যবসায়ীর নাম মো. সাহেবলী। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের বাসিন্দা।
শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামে বেশকিছুদিন ধরে জলাশয় সংস্কারের নামে ফসলি জমির মাটি কাটা হচ্ছিল। অভিযুক্ত মাটি ব্যবসায়ী সাহেব আলী ওই স্থান থেকে মাটি কেটে স্থানীয় এলাকাসহ ইটভাটায় বিক্রি করছিল। এই খবর পেয়েই শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় তাকে হাতেনাতে আটক করা হলে মাটি কাটার বিষয়টি স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী সাহেব আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে অনুমতিবিহীন যেন মাটি কাটতে না পারে সেজন্য স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেনকে মাটিকাটার যন্ত্র (স্কেভেটর) জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Check Also

শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Contact Us