সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ভূমিকম্পে আতঙ্কিত তারকারাও

ভূমিকম্পে আতঙ্কিত তারকারাও

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। যার উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তর-দক্ষিণে। এটি মাঝারি শ্রেণির ভূমিকম্প। এ সময় সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মনে।

তেমনি ভূমিকম্পে আতঙ্কিত হয়েছেন তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার বিষয় শেয়ার করেছেন তারা। দর্শকনন্দিত অভিনেত্রী অপি করিম লিখেন, ‘এত বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি!’

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেন, ‘যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর মজা করার মতো থাকল না, তাই না?’

আলোচিত নায়ক জায়েদ খান লিখেন, ‘কী ভয়ংকর ভূমিকম্প। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
চিত্রনায়িকা শিরীন শিলা তার অনুভূতি জানিয়ে লিখেন, ‘ভূমিকম্প হইল না কি ঘুম থেকে উঠে দেখি বিল্ডিং কাঁপতেছে।’ সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেন, ‘ভূমিকম্পটা সহজ ছিল না। চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘ভূমিকম্প অনুভূতি হলো। অনেক জোরে ঝাঁকুনি। কে কে সুস্থ আছেন?’ চিত্রনায়িকা তানহা তাসনিয়া লিখেন, ‘ভূমিকম্প! হায় খোদা! এটা প্রখর ছিল।’
অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের আতঙ্কে উপজেলার ছুপুয়া এলাকায় আমির শার্ট গামের্ন্টসের শতাধিক শ্রমিক পদদলিত হয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূমিকম্পের প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে এবং দরজার গ্লাস ভেঙেছে, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ঘটনায় হলের তৃতীয়তলা থেকে এক শিক্ষার্থী লাফিয়ে পড়ে আহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
হলের শিক্ষার্থীরা জানান, ভূমিকম্প শুরু হলে সবাই কক্ষ থেকে বেরিয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। এর মধ্যেই হলের তৃতীয়তলা থেকে একজন শিক্ষার্থী লাফিয়ে পড়েন।

Check Also

দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব: কনকচাঁপা

শেরপুর নিউজ ডেস্ক: কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা আবারও রাজনীতিতে সরব হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

Contact Us