শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি গ্রামে সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এই আদালত পরিচালিত হয়। দন্ডিত হেলাল উদ্দিন বোয়ালকান্দি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, হেলাল উদ্দিন অনুমোদন না নিয়ে প্রায় দুই বিঘা ধানী জমিতে পুকুর খনন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম বলেন, “অনুমোদন না নিয়ে ভূমির শ্রেণি পরিবর্তন করা দণ্ডনীয় অপরাধ। এজন্য অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।