সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ার ৪টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বগুড়ার ৪টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শেরপুর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে ৪টি সংসদীয় আসনের বাছাই সম্পন্ন হয়েছে। বগুড়া-১ থেকে বগুড়া-৪ পর্যন্ত আসনে বগুড়া-৪ আসনের প্রার্থী মোঃ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে ১২জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ ইবনে সাফি বিন হাবীবের মনোনয়ন পত্র বাতিল করা হয়। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের প্রেক্ষিতে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বগুড়া-২(শিবগঞ্জ) ১০ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ ইউনুস আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই প্রার্থী প্রস্তাবক ও সমর্থনকারীর স্বাক্ষরের স্থানে প্রার্থী নিজেই স্বাক্ষর করার কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।

বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এই ৭ প্রার্থিই স্বতন্ত্র প্রার্থী। বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের প্রেক্ষিতে অজয় কুমার সরকারের প্রার্থিতা বাতিল হয়েছে।
এছাড়াও মোট ভোটারের ১ ভাগ সমর্থনসূচক ভোটার স্বাক্ষর যাচাই অন্তে সঠিক না পাওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়। একই কারণে খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী, মোঃ আফজাল হোসেন, মোঃ এরশাদুল হক, মোঃ জাকারিয়া হোসেন, মোঃ জামিরুল রশীদ তালুকদার, মোঃ ফেরদৌস স্বাধীনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ১০ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়পত্র বাতিল হয়েছে। এর মধ্যে মোঃ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের হলফ নামায় স্বাক্ষর নাই, ১০বি নাই, দলীয় প্রার্থীর ঘরে দলের নাম উল্লেখ করেননি এবং স্বতন্ত্র প্রার্থীর মোট ভোটারের ১ ভাগ যাচাইয়ের তালিকাও দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
একই আসনে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষরের স্থানে প্রার্থী নিজেই স্বাক্ষর করায় ন্যাশনাল পিপলস পার্টির মোঃ মনোয়ার জাহিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Check Also

শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 18 =

Contact Us