শেরপুর নিউজ ডেস্ক: আসন সমঝোতা ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ১৪ দলীয় জোট শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ দলীয় জোটেরও প্রধান তিনি। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জোটের শরীক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা এ বৈঠকে অংশ নেবেন। রবিবার (৩ ডিসেম্বর) জোট শরীক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও দলীয়ভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছে। এবার জোটগতভাবে নির্বাচন হবে কিনা, আর হলেও আসন বণ্টনের সিদ্ধান্ত এখনো হয়নি। জোটের শরিক দলগুলো এক ধরনের ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এ নিয়ে ভেতরে ভেতরে ক্ষোভ থাকলেও প্রকাশ্যে মুখ খুলছেন না জোটের শরীক নেতারা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজকের বৈঠকে কয়েকদিনের ধোঁয়াশা কাটবে বলে আশা করছেন শীর্ষ নেতারা।