সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / শিগগিরই প্রকাশ হবে মিউজিক ভিডিও ‘মন ময়ূরী’

শিগগিরই প্রকাশ হবে মিউজিক ভিডিও ‘মন ময়ূরী’

শেরপুর নিউজ ডেস্ক: বর্তমান সময়ে মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তার পালে হাওয়া দিয়ে একের পর এক নির্মান হচ্ছে নতুন মিউজিক ভিডিও। দর্শকমহলে যা ব্যাপক সাড়াও ফেলছে। এবার এই স্রোতে প্রকাশ হচ্ছে পরিচালক অমিত নাথের নতুন মিউজিক ভিডিও ‘মন ময়ূরী’। গানটি গাওয়ার পাশাপাশি লিখা, সুর ও সঙ্গীত দিয়েছেন আশরাফুল পাভেল নিজেই।

ইতোমধ্যে সম্পন্ন হয়েছে গানটির দৃশ্যধারণ। গানটিতে মডেল হিসেবে আছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাকিলা পারভিন ও তারেক জামান।মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করেছেন ইয়াছিন বিন আরিয়ান। গানটি প্রকাশ হবে বর্ণাবি রেকর্ড প্ল্যাটফর্ম থেকে।
গানটি প্রসঙ্গে পরিচালক অমিত নাথ বলেন, ‘মন ময়ূরী’ গানটি রোমান্টিক ধাচেঁর একটা গান। একটা প্রেমের রোম্যান্টিক গল্প ও প্রেমের খুনসুটি তুলে ধারার চেষ্টা করেছি এই গানে। দৃশ্যায়নও যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। আশা করি, গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
শিল্পী আশরাফুল পাভেল বলেন, গানটি করার জন্য অনেক সময় নিয়েছি। চেষ্টা করেছি সেরাটা দেয়ার জন্য, শ্রোতারা নিরাশ হবে না আশা করছি।

Check Also

দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব: কনকচাঁপা

শেরপুর নিউজ ডেস্ক: কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা আবারও রাজনীতিতে সরব হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + six =

Contact Us