Home / বগুড়ার খবর / শেরপুরে সাংবাদিকদের সঙ্গে আঃ লীগের এমপি প্রার্থী মজনু’র মতবিনিময়

শেরপুরে সাংবাদিকদের সঙ্গে আঃ লীগের এমপি প্রার্থী মজনু’র মতবিনিময়

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ৪ ডিসেম্বর সোমবার শেরপুর মহিলা অনার্স কলেজের হলরুমে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন বিগত দিনে প্রায় ২০ বছর পৌরসভার চেয়ারম্যান থাকাকালে পৌর এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছেন। তৃতীয় শ্রেণীর পৌরসভাকে তিনি প্রথম শ্রেণীতে উন্নীত করেছেন। প্রায় দশ বছর উপজেলা চেয়ারম্যান থাকাকালে উপজেলা এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। তিনি আরও বলেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন। ‘দীর্ঘ রাজনৈতিক জীবনে এই জনপদের উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত জনপদ গড়ে তুলবো। এসব অপকর্মে জড়িতদের এই অঞ্চলে কোনো ঠাঁই হবে না। সেই সঙ্গে এলাকায় সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাব।’
বগুড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী,শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সহ-সভাপতি সবুজ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সাপ্তাহিক তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু,শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, উত্তরাঞ্চল সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আশা, সাংবাদিক আব্দুল ওয়াদুদ প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় শেরপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়-আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Check Also

শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =

Contact Us