সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া-৭ আসন নানা কারণে আলোচনায়

বগুড়া-৭ আসন নানা কারণে আলোচনায়

শেরপুর নিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বগুড়ার ৭টি আসনের মধ্যে আলোচনায় রয়েছে বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসন। এই আসনে নির্বাচনের জন্য ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করে এবং রেকর্ড ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আবার ২৫ প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর বাতিল হওয়া প্রার্থীর ১১ জনই স্বতন্ত্র প্রার্থী। এখনো স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৫ জন।
বগুড়া-৭ আসনটি এবার আলোচনায় আসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুর বিজয়ের কারণে। ওই নির্বাচনে বিএনপি প্রার্থীর বাতিল হওয়ায় এবং জোটের প্রার্থী হিসেবে আওয়ামীলীগের প্রার্থী না থাকায় তিনি বিএনপির সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
এ সময় বাইরে থেকে জামায়াতও তাকে সমর্থন দেয়। অনেকটা স্বপ্নে পাওয়া বিজয় ছিলো তার। দ্বাদশ সংসদ নির্বাচনে তারপথ অনুসরণ করে বহু স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন তার মত ‘স্বপ্নে পাওয়া বিজয়’এর আশায়। এর আগের নির্বাচনে যারা দলীয় প্রার্থী ছিলেন তারা এবার স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।

এদিকে কিছু কিছু স্বতন্ত্র প্রার্থীদের আচরণে বিব্রত নির্বাচন কর্মকর্তারা। মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা মোট ভোটারে ১ ভাগের স্বাক্ষরসহ তালিকা দিতে পারেনি। গত ২ দিন যাচাই ও বাছাইকালে অনেক স্বতন্ত্র প্রার্থীর চোখে মুখে করুণ চিত্র ফুটে উঠেছে।

তারা জেলা রির্টানিং কর্মকর্তার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঘাবড়ে যান। এমনকি অনেক দলীয় প্রার্থীর কাছে দলের সভাপতি, চেয়ারম্যান বা সাধারণ সম্পাদকের নাম জানতে চাইলেও তারা ঘাবড়ে গিয়ে উত্তর দেন। এতে প্রার্থীদের যোগ্যতা এবং সামর্থের প্রতিচ্ছবি ফুটে উঠে।

Check Also

শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 5 =

Contact Us