শেরপুর নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ শরিক দলগুলোকে আসন কম ছাড় দিতে পারে। শরিক দলগুলোর মধ্যে চার নেতার আসন অনেকটা নিশ্চিত হলেও অন্যদের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। আগামী তিন দিনের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় শরিক জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আলোচনা তুলেছিলেন, শরিকদের দেওয়া নৌকা প্রতীকের আসনে যেন আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এমন কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, শরিকদের যেসব আসন ছেড়ে দেওয়া হবে সেখানে নৌকা প্রতীকে তাঁরাই নির্বাচন করবেন। আওয়ামী লীগের অন্য কোনো প্রার্থী থাকবেন না। তবে আওয়ামী লীগের বা অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী থাকলে তাঁদের দলের পক্ষ থেকে এখন পর্যন্ত বসতে বলার কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক সূত্র বলছে, স্বতন্ত্র প্রার্থীর আধিক্য যেমন আছে তেমনি থাকবে।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে বৈঠক থেকে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে পারে। কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
গতকালের বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে শরিকদের প্রার্থীদের জন্য নৌকা প্রতীক চাওয়া হয়েছে। বৈঠক শেষে আমির হোসেন আমু বলেন, ‘কিছু আসনে আমরা একসঙ্গে নির্বাচন করব। আর কিছু আসনে তারা (শরিক দলগুলো) নিজেদের মতো নির্বাচন করবে। একসঙ্গে নির্বাচন করা আসনগুলোতে শরিকরা নৌকা প্রতীক ব্যবহার করতে পারবে। বাকি আসনগুলোতে তাদের নিজেদের প্রতীক ব্যবহার করবে।’
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট শরিকদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৯১, জাতীয় পার্টি (জেপি) ২০, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ছয়, গণতন্ত্রী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ছয়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩৩, বাংলাদেশ তরীকত ফেডারেশন ৪৭টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।
টানা তিনটি জাতীয় নির্বাচনের মতো এবারও জোট নিয়ে ভোটে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা তফসিল ঘোষণার পর থেকেই শেখ হাসিনার সঙ্গে বৈঠকের অপেক্ষায় ছিল।
১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ তরীকত ফেডারেশনের প্রেসিডেন্ট সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এবং জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর নৌকা প্রতীক পাওয়া অনেকটা চূড়ান্ত।
বৈঠকে শরিক দলগুলোর মধ্যে বর্তমানে যাঁরা সংসদ সদস্য তাঁদের নিয়ে আলোচনা উঠেছিল। তবে ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুতফুল্লাহ এবং ফজলে হোসেন বাদশা, জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন এবং শিরীন আখতারের এবার নৌকা প্রতীক পাওয়া অনেকটা অনিশ্চিত। আওয়ামী লীগের শরিকদের মধ্যে আটজন একাদশ সংসদে আছেন।