সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / পাতানো নির্বাচনে জড়িতদের জনগণের আদালতে বিচার হবে : রিজভী

পাতানো নির্বাচনে জড়িতদের জনগণের আদালতে বিচার হবে : রিজভী

শেরপুর নিউজ ডেস্ক: ‘একতরফা পাতানো’ নির্বাচনের সঙ্গে জড়িতদের ‘জনগণের আদালতে’ বিচার করা হবে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ কথা বলেন।

তিনি বলেন, আজকে দেশ-জাতি ও আন্তর্জাতিক মহলের মতামতকে উপেক্ষা করে প্রহসনের নির্বাচন করার জেদ অব্যাহত রাখছে বর্তমান শাসকগোষ্ঠী। জনরোষ এবং আন্তর্জাতিক মহল, সব দিক থেকে আজ এ সরকারের বিষয়ে ওয়াকিবহাল। মানুষের জনরোষ যে কত তীব্রতর হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় যে কত বিরূপ এ পাতানো নির্বাচনের জন্য! তারা মনে করছে, আমরা সব কিছু মিলিয়েই বৈতরণী পার হয়ে যাবো।

‘আমরা বলতে চাই, সরকার, নির্বাচন কমিশন এবং দালালরাৃ এরা কেউ কিন্তু ছাড় পাবেন না। জনগনের আদালত গঠিত হচ্ছে এবং এ আদালতে তাদের প্রত্যেকটি অপকর্মের জবাব দিতে হবে।’

সরকারের উদ্দেশে প্রশ্ন করে রিজভী বলেন, শীর্ষ নেতাদের বন্দি রেখেছেন কী কারণে? একতরফা নির্বাচন নিশ্চিত করার কারণে করেছেন। আপসহীন নেত্রী খালেদা জিয়াকে বন্দি করেছেন কী জন্য? একতরফা নির্বাচন করার জন্য, পথের কাঁটা দূর করার জন্য, নির্বিঘ্নে আপনার অপশাসন-অপকীর্তি-দুর্নীতি-অনাচার যাতে অব্যাহত থাকে, সে জন্য।

গত ১৫ বছর ধরে সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ‘বিরোধী দলের নেতাকর্মীদের নিরুদ্দেশ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে’ বলে অভিযোগও করেন তিনি।

রিজভী বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে আগামীকাল সকাল ৬টা থেকে। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। এ অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা রাস্তায় থাকবেন।

Check Also

‘মুক্তিযুদ্ধে অর্জিত ও মীমাংসিত’ বিষয়গুলো ‘প্রশ্নবিদ্ধ’ হলে দেশ বাধাগ্রস্ত হবে: ড. কামাল হোসেন

শেরপুর নিউজ ডেস্ক: ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে ‘মুক্তিযুদ্ধে অর্জিত ও মীমাংসিত’ বিষয়গুলো ‘প্রশ্নবিদ্ধ’ হলে অগ্রসরমাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

Contact Us