শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শহরের নামাজগড় স্বদেশ হাসপাতালের অদুরে সুলতানগঞ্জপাড়ায় যাওয়ার রাস্তার মুখে কুপিয়ে ও জবাই করে আরিফুল হাসান (২২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
৫ ডিসেম্বর রাত দশটার দিকে এই নৃশংস খুনের ঘটনা ঘটে। নিহত আরিফুল বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল হকের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপায় এবং জবাই করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত আরিফুল তার মাকে নিয়ে সুলতানগঞ্জপাড়ায় মোহাম্মদ ডালমীর বাড়িতে ভাড়া থাকতেন। গত ১৫ দিন আগে মা ছেলে সেখানে বাড়ি ভাড়া নেন বলে স্থানীয় সূত্র জানায়। আরিফুল একটি মামলায় জেল হাজতে ছিলেন। একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সপ্তাহ খানিক আগে তিনি জামিনে ছাড়া পান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।