শেরপুর নিউজ ডেস্ক: নানান জল্পনা-কল্পনা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)। আসন বণ্টন এবং বিরোধী দল হিসেবে তাদের প্রত্যাশা ব্যক্ত করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গণভবনে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলটির শীর্ষ তিন নেতা। জাপা সূত্র জানায়, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা দিকে তারা গণভবনে প্রবেশ করেন। জানা গেছে, বৈঠকে জিএম কাদের ছাড়া অন্য দুই নেতা হলেন- জাতীয় পার্টির কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির শীর্ষ এক নেতা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বৈঠক আগে থেকেই নির্ধারিত। বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে, জানতে চাইলে এই নেতা বলেন, জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আসন সমঝোতা নিয়ে বৈঠকে দুই দলের নেতৃস্থানীয় নেতাদের মধ্যে আসন বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। মূলত, আওয়ামী লীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে উদ্বিগ্ন হয়েই জাপা নেতৃবৃন্দ এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের বিষয়টিও আলোচনায় থাকবে।
২০১৪ ও ২০১৮ সালে সংসদে প্রধান বিরোধীদল ছিল জাতীয় পার্টি। সে সময় বিরোধী দলীয় শীর্ষ নেতা হয়েছিলেন প্রয়াৎ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। তবে, এবার সেই পদটি ধারণ করতে আগ্রহ প্রকাশ করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
Check Also
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবেন ২৮ হাজার ৮০০ জন
শেরপুর নিউজ ডেস্ক: শিক্ষিত বেকার যুবক-যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে বৈদেশিক মুদ্রা আয়ের উদ্যোগ নিয়েছে …