শেরপুর নিউজ ডেস্ক: সরকার পতনের এক দফা দাবিতে আজ বুধবার সকাল ৬টা থেকে দেশজুড়ে আবারও ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ চলবে। এরপর মাঝখানে শুক্র ও শনিবার বিরতি দিয়ে আগামী রোববার বিএনপি সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকাসহ প্রতিটি জেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। বিএনপির যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে।
গতকাল অবরোধের সমর্থনে রাজধানীতে সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিল হয়েছে। এ ছাড়া সোমবার রাতে পুরান ঢাকার কোতোয়ালি এলাকা থেকে শাহেদ হোসেন সরকার নামে এক জামায়াত নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া গতকাল নাশকতা মামলায় র্যাব সারাদেশে আরও আটজনকে গ্রেপ্তার করা করেছে।
এদিকে সারাদেশে ২৪ ঘণ্টায় বিএনপি ও অঙ্গসংগঠনের ২৮৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলটি। এ ছাড়া ১৫ মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৩৯৫ জনকে। একই সময় বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় বিএনপির ৬৫ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ দাবি করেন। ‘একতরফা’ নির্বাচনের সঙ্গে জড়িতদের জনগণের আদালতে বিচার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে ব্যুরো ও প্রতিনিধিরা জানান, সোমবার রাতে দিনাজপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া সোমবার রাতে নাশকতা মামলায় চাঁপাইনবাবগঞ্জে ৬ জন, চট্টগ্রামে ৩, সিরাজগঞ্জে ৩ জন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।