শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মোকামতলা বন্দরের ভাইভাই নিউ মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান। এসময় প্রেসক্লাবের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ লিটন,কোষাধ্যক্ষ ওয়াসিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী, কার্য নির্বাহী সদস্য সাবিত হোসাইন ও রায়হান আলী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিজয় দিবস পালন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্রবিতরণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।